ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ফেদেরারকে হারিয়ে সিনসিনাটি মাস্টার্সের শিরোপা নোভাকের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ২০ আগস্ট ২০১৮

সিনসিনাটি মাস্টার্স টুর্নামেন্টের সেমি ফাইনালে রজার ফেদেরারকে হারিয়ে শিরোপা নিশ্চিত করলেন নোভাক জকোভিচ। এছাড়াও টেনিসের ইতিহাসে একমাত্র খেলায়াড় হিসেবে নয়টি মাস্টার্স টুর্নামেন্টে এক হাজার ম্যাচ জেতার রেকর্ড গড়লেন এই সার্বিয়ান টেনিসম্যান।

সিনসিনাটি টুর্নামেন্টের শেষ তিনবারের মুখোমুখিতে ফেদেরারের কাছে হারা নোভাক গতকাল রবিবারের ম্যাচে ৬-৪, ৬-৪ সেটে ফেদেরারকে হারিয়ে দেন। এই আসরে ফেদেরার আটবার চ্যাম্পিয়ন হওয়ার বিপরীতে পাঁচবার রানার্স আপ হওয়া নোভাক বলেন, “এটা খুবই বিশেষ এক মুহুর্ত। এই প্রথমবার আমি এই শিরোপাটি জিতলাম”।

এর আগে এই আসরে পাঁচবার ফাইনালে উঠেও হেরে যাওয়া নোভাক তিনবার হেরেছেন শুধু ফেদেরারের বিপক্ষেই। তবে এই আসরে জয় পেলে ৯৯-তম শিরোপার দেখা পেতেন টেনিসের দ্বিতীয় শীর্ষ বাছাই ফেদেরার।

এই জয়ে নোভাককে শুভেচ্ছা জানিয়েছেন ফেদেরার। তিনি বলেন, “শুধু এই সপ্তাহ নয় বরং পুরো ক্যারিয়ারে দারুণ খেলা নোভাকের প্রতি শুভ কামনা। এটা সত্যিই এখন দারুণ অর্জন”।

তিনি আরও বলেন, “এটা সত্যিই একটা দারুণ সপ্তাহ গেছে। খেলোয়াড়দের জন্য অনেক কঠিন সময় গেছে। তবে আমরা বেশ উপভোগ করেছি”।

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ইউএস ওপেনের জন্য এখন প্রস্তুতি নিচ্ছেন নোভাক জকোভিচ।

সূত্রঃ বিবিসি

//এস এইচ এস//

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি