ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

চমক নিয়ে বিশ্বকাপে আসছে ফ্রান্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ১৮ মে ২০১৮

রাশিয়া বিশ্বকাপে চমক নিয়ে আসছে ফ্রান্স। বৃহস্পতিবার কোচ আলেকসঁদ লাকাজেত ও অঁতনি মার্শিয়ালের ছাড়াই ২৩ সদস্যের দল ঘোষণা করেছে। এতে জায়গা হয়নি বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার কিংসলে কোমান ও পিএসজির মিডফিল্ডার আদ্রিওঁ রাবিওরও।

স্বাভাবিকভাবেই দলে নেই কদিন আগে চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়া লাকাজেতের ক্লাব সতীর্থ ডিফেন্ডার লরাঁ কোসিয়েলনি ও ইউরোপা লিগের ফাইনালে চোট পাওয়া মার্সেইয়ের মিডফিল্ডার দিমিত্রি পায়েত। তবে চোটের কারণে মৌসুমের অনেকটা সময় মাঠের বাইরে কাটানো বাঁজামাঁ মাঁদিকে দলে রেখেছেন দেশম। দলে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবা।

আগামী ১৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ফ্রান্স। ‘সি গ্রুপে ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ পেরু ও ডেনমার্ক।

 ফ্রান্স দল:

গোলরক্ষক: হুগো ইয়োরিস, স্তিভ মাদাদা, আলফুঁস আরিওলা

ডিফেন্ডার: জিবরিল সিদিবে, বাঁজামা পাভার্দ, রাফায়েল ভারানে, প্রেসনেল কিম্পেম্বে, আদিল রামি, সামুয়েল উমতিতি, লুকা এরনঁদেজ, বাঁজামাঁ মাঁদি

মিডফিল্ডার: পল পগবা, এনগোলা কঁতে, কোরোঁতাঁ তোলিসো, ব্লেইস মাতুইদি, স্তিভেন জঞ্জি, তমাস লেমা।

 ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপে, অলিভিয়ে জিরুদ, অঁতোয়ান গ্রিজমান, উসমান দেম্বেলে, নাবিল ফেকি, ফ্লোরিয়ান থাউভিন।

 টিআর/এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি