ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

নেইমারকে নেওয়া পিএসজির জন্য অসম্ভব : বার্তোমেউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ২১ জুলাই ২০১৭ | আপডেট: ১০:৪০, ২৪ জুলাই ২০১৭

নেইমারকে নিয়ে গুঞ্জন পরিষ্কার করলেন বার্সেলোনা সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ। তিনি বলেন, নেইমারের বাই আউট ক্লজের ২২ কোটি ২০ লাখ ইউরো উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম অনুযায়ী দেওয়া পিএসজির জন্য অসম্ভব।

ক’দিন ধরেই গুঞ্জন চলছে বাই আউট ক্লজ খাটিয়ে বার্সেলোনা থেকে ব্রাজিলের ফরোয়ার্ড নেইমারকে দলে টানতে পারে ফ্রান্সের ক্লাব পিএসজি।

বার্তোমেউ বলেন, সামনের চার বছরের জন্য বার্সেলোনার সঙ্গে তার (নেইমারের) চুক্তি রয়েছে। সে আমাদের দলের অংশ, আমরা অবশ্যই তার উপর ভরসা করি।

তিনি বলেন, নেইমারকে নিতে উয়েফার নিয়ম বাধা হয়ে দাঁড়াবে। আপনি যদি উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়ম মানেন, তাহলে বাই আউট ক্লজ খাটানো অসম্ভব।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি