ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টি-টোয়েন্টি আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:৪১, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

টেস্ট সিরিজ শেষে এখন শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ ও টেস্ট সিরিজ হারের পর মানষিকভাবে পিছিয়ে আছে টাইগারা। তবে এই সিরিজে চাপমুক্ত হয়েই খেলতে চায় বাংলাদেশ। মিরপুরে ম্যাচের পরে সংবাদ সম্মেলনে এমটাই জানিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

আজ বহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে সিরিজের প্রথম ম্যাচ। ১৮ ফেব্রুয়ারি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ।

এদিকে, ওপেনার তামিম ইকবাল ও উইকেটকিপার মুশফিকুর রহিমের কিছুটা ইনজুরি সমস্যা থাকায় প্রথম ম্যাচে তাদের খেলা নিয়ে শঙ্কা রয়েছে বলে জানান মাহমুদুল্লাহ। অন্যদিকে, টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকেই ফেভারিট মনে করছেন লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা। তবে বাংলাদেশকে মোটেও হালকা ভাবে নিচ্ছে না তারা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিকাল ৫টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, আফিফ হাসান, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান, রুবেল হোসাইন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আবু জায়েদ, জাকির হাসান, নাজমুল ইসলাম, মোহাম্মদ মিঠুন।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল: দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুষ্কা গুনাথিলাকা, কুশল পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোশন ডিকভেলা, দাসুন শানাকা, ইসুরু উদানা, শেহান মধুশঙ্কা, জেফ্রে ভেন্ডারসে, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপনসো, জীবন মেন্ডিস এবং আসিথা ফার্নান্ডো।

 

একে/এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি