সুবর্ণচরে ইয়াবাসহ গ্রেফতার ৫
প্রকাশিত : ১৮:৩৩, ১১ জুন ২০২২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে অভিযান চালিয়ে এক নারী ইউপি সদস্যের স্বামীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৫পিস ইয়াবা জব্দ করা হয়। শনিবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, চর মজিদ গ্রামের শফিক উল্যার ছেলে বেলাল হোসেন (৪৫), গিয়াস উদ্দিনের ছেলে জাহিদ হাসান (৩২), দক্ষিণ চর মজিদ গ্রামের আবুল কালামের ছেলে কেফায়েত (৪০), হাতিয়ার চর নঙ্গলিয়া আদর্শগ্রাম জনতা বাজার এলাকার জয়নাল আবেদিনের ছেলে জামাল উদ্দিন (৩২) ও রাজবাড়ি জেলার কালুখালি এলাকার ইমাম উদ্দিন শেখের ছেলে ছিদ্দিক শেখ (৪২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরবাটা ইউনিয়নের ভূইয়ারহাট বাজার এলাকার স্থানীয় নারী ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে ওই বাড়ি থেকে ইউপি সদস্যের স্বামী বেলালসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের সাথে থাকা ২৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
কেআই//
আরও পড়ুন