ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

অংশীদারদের ২০% লভ্যাংশ হস্তান্তর করলো নোভারটিস বাংলাদেশ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ৩১ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৭:২৫, ৩১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি নোভারটিস (বাংলাদেশ) অংশীদারদেরকে ২০১৭ সালের লভ্যাংশ পরিশোধ করেছে।

সোমবার (২৯ অক্টোবর) এক অনুষ্ঠানে কোম্পানীর ৪০ শতাংশের অংশীদার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাছে লভ্যাংশের চেক হস্তান্তর করা হয়।       

নোভারটিস (বাংলাদেশ) লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক- ডা. রিয়াদ মামুন প্রধানী বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান শাহ মোঃ আমিনুল হকের কাছে এ ডিভিডেন্ড চেক হস্তান্তর করেন।

বিসিআইসি’র প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিআইসির পরিচালক (অর্থ) লুৎফর রহমান, পরিচালক (বাণিজ্য) হাইউল কাইয়ুম, নোভারটিস (বাংলাদেশ) লিমিটেডের পরিচালক (অর্থ) ও কোম্পানি সচিব সাজ্জাদ রহিম চৌধুরী এবং হিসাব ব্যবস্থাপক এনামুল হাসান।

গত ১১ আগস্ট অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।   

এসি  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি