ঢাকা, বুধবার   ১৯ নভেম্বর ২০২৫

অটোরিক্সার লোভে বন্ধুকে হত্যার ঘটনায় আসামি গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪১, ১৮ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকার দোহারে অটোরিক্সার লোভে ইয়াসিন মিয়া (২২) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে তারই বন্ধু সোহাগ (২৮) এর বিরুদ্ধে। সোমবার রাতে নিকড়া প্রেমতলা এলাকায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। রাতেই ঘাতক সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে দোহার থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

নিহত অটোরিক্সা চালক ইয়াসিন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিল্লাল মিয়ার ছেলে। পরিবার নিয়ে তিনি জুরাইন ভাড়া থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে জুরাইনে ইয়াসিন ও সোহাগের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। পরে সোহাগ জুরাইন থেকে এসে দোহারের খাড়াকান্দার মো. মোকলেস এর গ্যারেজে কাজ নেন। শনিবার রাতে সোহাগ জুরাইন গিয়ে ইয়াসিনের সঙ্গে দেখা করে এবং রাতে একসাথে ছিলেন। পরদিন সকালে ইয়াসিনের নতুন অটোরিকশা নিয়ে দু’জন দোহারে আসে এবং সারাদিন একসঙ্গে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে।

সন্ধ্যার সময় নিকড়া এলাকায় রাস্তার পাশে গাড়ি রেখে বিলের কাছে গিয়ে সোহাগ ইয়াছিনকে নেশাদ্রব্য পান করায়। এরপর গলায় ও মুখে ছুরিকাঘাত করে হত্যা করে। হত্যার পর বন্ধুকে সেই অটোরিকশায় তুলে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ সময় কর্তব্যরত চিকিৎসক ইয়াছিনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দোহার থানা পুলিশ হাসপাতালে গিয়ে সোহাগের কাছে বিস্তারিত জানার চেষ্টা করে।

পরে দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার রাকিবুল হাসান ঈশানের নেতৃত্বে দোহার থানা টিম তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তা, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে মাত্র সাত ঘন্টার মধ্যেই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করেন এবং আসামি সোহাগকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় নিহত ইয়াছিনের বাবা বিল্লাল হোসেন বাদী হয়ে দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

দোহার থানার অফিসার ইনচার্জ হাসান আলী হাসান জানান, ঘাতক সোহাগের বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে। প্রাথমিকভাবে সে হত্যায় দায় স্বীকার করেছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি