ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

অধ্যাপক ডা. এম আর খানকে সাতক্ষীরায় পারিবারিক কবরস্থানে দাফন

প্রকাশিত : ১৩:২৭, ৭ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:২৭, ৭ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সাতক্ষীরার রসুলপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে জাতীয় অধ্যাপক ডা. এম আর খানকে। সকালে সাতক্ষীরা শহরের রসুলপুর হাইস্কুলের মাঠে ৬ষ্ঠ দফা জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সকাল ১০টার দিকে তাঁর মরদেহ রসুলপুর হাইস্কুলের মাঠে নিয়ে আসা হলে তাকে শ্রদ্ধা জানাতে ছুটে আসেন সর্বস্তরের মানুষ। জানাযার আগে এমআর খানের জন্য দোয়া শেষে বক্তব্য রাখেন জাতীয় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের মহাসচিব প্রফেসর ডা. মো. শহীদুল্লাল। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আবেদ খান। পুরো এলাকায় বিরাজ করছে শোকের আবহ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি