ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫

অবশেষে রাইসাকে খুঁজে পেলো পরিবার, তবে মৃত

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৫, ২৩ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় ফরিদপুরের মেয়ে রাইসাকে অবশেষে খুঁজে পেয়েছে তার পরিবার। 

ঢাকার সিএমএইচ হাসপাতালে মঙ্গলবার বিকালের দিকে রাইসাকে মৃত অবস্থায় খুঁজে পাওয়া যায়। তথ্যটি নিশ্চিত করেছেন মেয়ের চাচা ইমদাদুল। 

তিনি বলেন, গতকাল স্যোসাল মিডিয়ায় যে ছবিটি দিয়ে পোস্ট দেয়া হয়েছিল রাইসাকে পাওয়া গিয়েছে সেটা সঠিক তথ্য ছিল না। সে দেখতে অনেকটা সাদৃশ রাইসার মতো ছিল। স্বজনেরা দুর্ঘটনার পর থেকে বিভিন্ন হাসপাতালে খুঁজছে রাইসাকে। 

রাইসার চাচা ইমদাদুল আরও জানান, লাশ এখনো সিএমএইচ হাসপাতালে আছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরে লাশের দাফন প্রক্রিয়া গ্রহণ করা হবে।

এর আগে দুর্ঘটনার দিন থেকে রাইসাকে খুঁজছিল তার পরিবার। দুর্ঘটনার পরের দিন সকালে রাইসার মামা আবারও দুর্ঘটনাস্থলে যান। তিনি ধ্বংসস্তূপের ভেতর খুঁজে পান রাইসার স্কুল ব্যাগ, আইডি কার্ড ও একটি খাতা।

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল রাইসা মনি।

শিশু রাইসাকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে গেছে তার পরিবার এবং গ্রামবাসী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি