ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

অভিজিত হত্যা মামলার আসামী বন্দুকযুদ্ধ নিহত

প্রকাশিত : ১৪:২৫, ১৯ জুন ২০১৬ | আপডেট: ১৪:২৫, ১৯ জুন ২০১৬

Ekushey Television Ltd.

মুক্তমনা লেখক-ব্লগার অভিজিত হত্যা মামলার আসামী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শরিফুল বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।  শনিবার রাতে রাজধানীর খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশের অভিযানের সময় তার মৃত্যু হয়। পুলিশ জানায়, অভিজিৎ হত্যায় সরাসরি জড়িত ছিলো শরিফুল। দেশের সবক’জন  ব্লগার হত্যার ঘটনায় কখনো সমন্বয়ক আবার কখনো মূল পরিকল্পনকারীর দায়িত্বও পালন করেছে এই জঙ্গি। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শরিফুল-  মুক্তমনা ব্লগার অভিজিৎ হত্যায় সরাসরি অংশ নিয়েছিল। আরো কমপক্ষে ১০ জন প্রগতিশীল লেখক, ব্লগার ও প্রকাশক হত্যায় ঢাকা মহানগর পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় তার নাম দুই নম্বরে। জঙ্গি শরিফুল সময়ে সময়ে সাকিব, শরিফ, সালেহ, আরিফ ও হাদি- নামে পরিচয় দিতো। শনিবার রাত ২টার দিকে রাজধানীর খিলগাঁও মেড়াদিয়া বাঁশপট্টি এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানের সময় বন্দুকযুদ্ধে নিহত হয় সে। পরে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, অভিজিৎ হত্যায় মূল নেতৃত্বে ছিলেন শরিফুল। এছাড়া  ব্লগার নীলয় থেকে শুরু করে ওয়াশিকুর রহমান বাবু, প্রকাশক ফয়সাল আরেফিন দীপন, পুরান ঢাকায় নাজিমুউদ্দিন সামাদসহ  শিক্ষার্থী রিয়াজ মোর্শেদ বাবু হত্যা ও প্রকাশক টুটুল হত্যাচেষ্টা মিশনে মূল সমন্বয়কও ছিলেন এই শরিফুল। কলাবাগানে জুলহাজ মান্নান হত্যার অন্যতম পরিকল্পনাকারীও ছিলো সে। তবে ব্লগার হত্যার অন্যতম এ আসামী নিহতের ঘটনায় তদন্তে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি