ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

অভিনেতা অরুণ বালি আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩, ৭ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি আর নেই। শুক্রবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অরুণ বালি। স্নায়ুজনিত রোগে ভুগছিলেন তিনি।

‘কেদারনাথ’, ‘পিকে’ ‘পানিপথ’, ‘রেডি’, ‘জমিন’ সিনেমায় তাকে দেখেছেন দর্শক। যে কোনো ভূমিকায়ই তার সাবলীল অভিনয় দর্শকদের মন কড়েছে। সবশেষ আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডায় অভিনয় করে প্রশংসিত হন তিনি।

১৯৯১ সালের ‘চাণক্য’ নাটকে রাজা পোরাসের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ বালি। সেরা প্রযোজক হিসেবে জাতীয় পুরস্কারে সম্মানিতও হয়েছিলেন। তার কাজ সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছিল ধারাবাহিক ‘কুমকুম প্যায়ারা সা বন্ধন’-এ।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি