ঢাকা, রবিবার   ১০ নভেম্বর ২০২৪

অর্জুন-মালাইকার বিচ্ছেদ গুঞ্জনের সত্যতা মিললো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৬, ২৯ অক্টোবর ২০২৪

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা এবং অভিনেতা অর্জুনের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল গত বছর থেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের করা পোস্ট এই গুঞ্জনকে আরও উসকে দেয়। অবশেষে অর্জুন কাপুর নিজেই জানিয়েছেন তিনি সিঙ্গল।

তৃতীয়ব্যক্তির প্রবেশের কারণে তাঁদের সম্পর্কে ফাটল ধরার কথাও শোনা যাচ্ছিল। যদিও তাদেঁর সম্পর্ক ভেঙ্গে গেছে কিনা কারো কাছ থেকে সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। 

সম্প্রতি অজয় দেবগন, টাইগার শ্রফ, অর্জুন কাপুর এবং পরিচালক রোহিত শেঠি ‘সিংহাম অ্যাগেইন’ ছবির প্রচারে মুম্বাইতে হাজির হয়েছিলেন রাজ ঠাকরের দেওয়ালি পার্টিতে। বিভিন্ন ভারতীয় গণমধ্যম থেকে জানা যায়, অর্জুন সেখানে ব্যক্তিগত বিষয়ে কথা বলেন।

সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে অর্জুন বলছেন, ‘আমি এখন সিঙ্গেল, রিলাক্স।’ যদিও এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি অভিনেতা। 

১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে ডেট শুরু করেন মালাইকা অরোরা, এর আগে আরবাজ খানের সঙ্গে বিবাহের সম্পর্কে আবদ্ধ ছিলেন তিনি। ২০১৮ সালে মালাইকার ৪৫তম জন্মদিনে নিজের প্রেমের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন অর্জুন ও মালাইকা।

অসম এই সম্পর্ক নিয়ে অনেক জল ঘোলা হলেও থামানো যায়নি তাঁদের প্রেমকাহিনিকে। এ জুটির সম্পর্কের বয়স ছিল প্রায় ছয় বছর। অর্জুন কাপুরের বাবা এই সম্পর্ক মেনে নেননি বলে গুঞ্জন ছিল।

কাফা/এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি