ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আগামী ২৬ জানুয়ারী চট্টগ্রামে তথ্য-প্রযুক্তিবিদদের সম্মেলন অনুষ্ঠিত হবে

প্রকাশিত : ১৭:৪০, ২৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৪০, ২৩ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

আগামী ২৬ জানুয়ারী চট্টগ্রামে তথ্য-প্রযুক্তিবিদদের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে, সোসাইটি অফ চিটাগাং আইটি প্রফেশনাল। তথ্য প্রযুক্তির সাথে তরুনদের সম্পৃক্ত করে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলাই এ সম্মেলনের লক্ষ্য হবে বলে জানান আয়োজকরা। সকালে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সেক্রেটারী জেনারেল সাইফুল ইসলাম মাহিন। সম্মেলনে জানানো হয়, তথ্য প্রযুক্তির প্রসার ঘটাতে এক বছর আগে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় সাড়ে ৪শ’।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি