ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

আজ থেকে শিল্পকলা প্রাঙ্গণে পিঠা উৎসব শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ২৩ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী পিঠা উৎসব। ১৪তম যৌথ এ আয়োজন করতে যাচ্ছে শিল্পকলা একাডেমি ও জাতীয় পিঠা উৎসব পরিষদ। আজ মঙ্গলবার থেকে উৎসব চলবে ৪ মার্চ পর্যন্ত।

বিকেল সাড়ে ৪টায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি থাকবেন মঞ্চসারথি আতাউর রহমান, নৃত্যগুরু আমানুল হক ও নাট্যজন মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। অন্যদের মধ্যে বক্তব্য দেবেন জাতীয় পিঠা উৎসব পরিষদের সভাপতি ম. হামিদ।

সোমবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। উৎসবের বিস্তারিত তুলে ধরেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি