ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫

আজ বিশ্ব ডিম দিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ১৩ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.


আজ শুক্রবার (১৩ অক্টোবর) বিশ্ব ডিম দিবস ডিমের গুণাগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে দিবসটি বিশ্বজুড়ে একযোগে পালিত হয়ে আসছে

এ উপলক্ষে রাজধানীর খামারবাড়িতে তিন টাকা পিস দরে ডিম বিক্রির আয়োজন করেছে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এবং সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতর (ডিএলএস)।

দিবসটি উপলে খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে সকাল ১০টা থেকে বেলা ১টা র্পযন্ত প্রতিটি ডিম তিন টাকা দরে বিক্রি করা হবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে এই ডিম বিক্রি করা হবে। একজন ভোক্তা মেলায় সর্বোচ্চ ৯০টি ডিম কিনতে পারবেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন একই মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খান ও প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মো. আইনুল হক।

এবারের ডিম দিবসের স্লোগান, ‘সুস্থ সবল জাতি চাই, সব বয়সেই ডিম খাই’। বিশ্ব ডিম দিবস পালন উপলে ঢাকাসহ সব বিভাগীয় শহরে বর্ণাঢ্য র্যা লি ও আলোচনা সভা এবং এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বিনামূল্যে ডিম বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

এম

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি