ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪

আজ লক্ষ্মীপুর, জামালপুরের কামালপুর ও গাইবান্ধার ফুলছড়ি মুক্ত দিবস

প্রকাশিত : ১৬:২৪, ৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৬:২৪, ৪ ডিসেম্বর ২০১৬

লক্ষ্মীপুর, জামালপুরের কামালপুর ও গাইবান্ধার ফুলছড়ি মুক্ত দিবস আজ। একাত্তরের এই দিনে মুক্তিবাহিনীর ২১টি সম্মুখযুদ্ধ, ২৯টি দুঃসাহসিক অভিযানে মুক্ত হয় লক্ষ্মীপুর জেলা। আত্মসমর্পণ করে দেড় শ’রও বেশি রাজাকার। এসব যুদ্ধে শহীদ হন ৩৫ জন মুক্তিযোদ্ধা। একই দিনে মুক্ত হয় ১১ নম্বর সেক্টরের জামালপুরের বকশীগঞ্জের কামালপুর। এই সেক্টরে ১২ জুন থেকে ২৮ নভেন্বর পর্যন্ত মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তানী সেনাদের ১০ বার সম্মুখ যুদ্ধ হয়। ক্যাপ্টেন সালাউদ্দিনসহ ১৯৪ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। এদিন গাইবান্ধার ফুলছড়ি থানাও শত্র“ মুক্ত করে মুক্তিযোদ্ধারা। শহীদ হন ৫ জন মুক্তিযোদ্ধা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি