ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

আটকের পর ছাড়া পেলেন আনোয়ার হোসেন মঞ্জু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ৩ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

জাতীয় পার্টির চেয়ারম্যান (জেপি) ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আটকের পর ছাড়া পেয়েছেন। তিনি জিম্মা জামিনে মুক্তি পান।

সোমবার (২ সেপ্টেম্বর) দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক মো. সালেহ উদ্দিনের জিম্মায় ছাড়া পান তিনি।

জিম্মানামায় বলা হয়েছে, ‘আনোয়ার হোসেন মঞ্জু শারীরিকভাবে গুরুতর অসুস্থ এবং বয়োবৃদ্ধ বিধায় তাকে আদালত ও তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ভবিষ্যতে তলব করা মাত্র নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত স্থানে হাজির করতে বাধ্য থাকবো এবং মামলার পরবর্তী নির্ধারিত তারিখের মধ্যে আদালতে হাজির করব।’

এর আগে সোমবার বিকালে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আনোয়ার হোসেন মঞ্জুকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে হত্যা মামলাসহ পাঁচটি থানায় মামলা রয়েছে।

আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী। এর আগে তিনি আরও দুবার যোগাযোগমন্ত্রী ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী ছিলেন। মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে ছয়বার নির্বাচিত সংসদ সদস্য হয়েছিলেন।

যদিও সর্বশেষ নির্বাচনে তিনি হেরে যান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি