আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের পেরিয়ে গেছে ১৬ বছর
প্রকাশিত : ১৪:৪৬, ১০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৪৮, ১০ ফেব্রুয়ারি ২০১৭
একুশে ফেব্র“য়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতির পর বিশ্বে বাংলা ভাষার প্রচার ও প্রসারে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের পেরিয়ে গেছে ১৬ বছর। ভাষার মানোন্নয়ন, বিলুপ্ত ভাষা ও অক্ষর সংরক্ষণ, গবেষণা এবং প্রশিক্ষণসহ নানামুখী উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে প্রতিষ্ঠানটি। কিন্তু জনবল সংকটসহ নানা প্রতিবন্ধকতায় ব্যাহত হচ্ছে ইন্সটিটিউটের কার্যক্রম।
বাংলাকে রাষ্ট্রভাষা করার করার আন্দোলন ও আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে ২১ ফ্রেব্র“য়ারি আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দেয় জাতিসংঘ। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর আসে সেই ঘোষণা।
এরপরই দেশে ও দেশের বাইরে বাংলা ভাষার প্রচার ও প্রসারে ১৯৯৯ সালের ৭ ডিসেম্বর রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়। ২০১০ সাল থেকে বাংলা ভাষায় গবেষণা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরতে কাজ করছে প্রতিষ্ঠানটি। সেই সেঙ্গ ক্ষুদ্রনৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণ, অক্ষর সংরক্ষণ ও মুদ্রনে পদক্ষেপ নেয়া হচ্ছে।
এছাড়াও বাংলাসহ অন্যান্য ভাষার প্রদর্শনীর জন্য ভাষা যাদুঘর এবং ভাষার অস্তিত্ব টিকিয়ে রাখতে দুর্লভ নমুনা প্রদর্শণ ও গবেষণার জন্য লাইব্রেরি ও আর্কাইভ করা হচ্ছে এখানে। বাংলা ভাষার উন্নয়নে প্রশিক্ষণ ও উপভাষা সংরক্ষণে নেয়া হয়েছে উদ্যোগ। তবে অনেক সমস্যাও মোকাবেলা করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।
যে মহৎ উদ্দেশ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়েছে তা বাস্তবায়নে সরকারসহ সবাইকে আন্তরিক হতে হবে বলে মত সংশ্লিস্টদের।
আরও পড়ুন