ঢাকা, শনিবার   ১৬ আগস্ট ২০২৫

কৃষি ব্যাংকের খুলনার রূপসাঘাট শাখায় ডাকাতি

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৪, ১৬ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

কৃষি ব্যাংক খুলনার রূপসাঘাট শাখায় দুর্ধর্ষ লুটপাটের ঘটনা ঘটেছে। ডাকাতরা অন্তত ১৬ লাখ টাকা নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা।

শুক্রবার এ ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে স্থানীয় রূপসা থানা ও পুলিশ ফাঁড়ির সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান। 

জানা গেছে, রূপসা ঘাট শাখায় গেটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে কে বা কারা বেশকিছু টাকা নিয়ে গেছে। ব্যাংকের দারোয়ান আবুল কাশেমের স্ত্রী অসুস্থ থাকায় তিনি ওদিন ব্যাংকে কর্মরত ছিলেন না। রাত ১০টায় তিনি ব্যাংকে ডিউটিতে এসে মেইন গেট খোলা দেখতে পান। তখন তিনি বিষয়টি স্থানীয় লোকজনের সামনে বলেন। 

সংবাদ পেয়ে রূপাসা থানা ও পুলিশ ফাঁড়ির সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান। তবে ঘটনার সময় জানার জন্য ব্যাংকের সিসি টিভি’র ফুটেজ দেখা হচ্ছে।

রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজুর রহমান জানান, কৃষি ব্যাংক, রূপসা ঘাট শাখায় চুরির ঘটনা ঘটেছে। দারোয়ানের স্ত্রী অসুস্থ থাকায় তিনি সারাদিন হাসপাতালে ছিলেন। রাত ১০টায় তিনি ডিউটিতে এসে ব্যাংকের গেট খোলা দেখতে পান।

কত টাকা নিয়ে গেছে এ ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি। ব্যাংকের সিসি টিভির ফুটেজ দেখা কার্যক্রম চলছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি