ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

আফগানিস্তানে বিমান হামলায় ২৫ জঙ্গি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৭, ৩১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আফগানিস্তানের রাজধানী কাবুলের ৩৫ কিলোমিটার পশ্চিমে ওয়ার্দাক প্রদেশে আফগান বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২৫ তালেবান জঙ্গি নিহত হয়েছেন। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ওয়ার্দাক প্রদেশের সায়াদ আবেদ জেলায় চালানো বিমান হামলায় মোট ২৫ তালেবান জঙ্গি নিহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে স্থানীয় তালেবানের চার কমান্ডার রয়েছেন। এ অভিযানে জঙ্গিদের ছয়টি গাড়ি ও তিনটি মোটরসাইকেল ধ্বংস হয়। তবে এ বিষয়ে তালেবান গ্রুপের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র: সিনহুয়া।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি