ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

আফগানিস্তানে সমাবেশে হামলা, নিহত ২৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩২, ৬ মার্চ ২০২০

আফগান সমাবেশে হামলা

আফগান সমাবেশে হামলা

Ekushey Television Ltd.

আফগানিস্তানের শীর্ষ পর্যায়ের একটি সমাবেশে হামলা চালানো হয়েছে। এতে ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। এ হামলা থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছেন দেশটির প্রধান নির্বাহী আব্দুল্লাহ। 

আব্দুল্লাহর মুখপাত্র জানান, সমাবেশে আফগানিস্তানের শীর্ষ পর্যায়ের কয়েকজন রাজনৈতিক নেতা অংশ নিয়েছিলেন। তার মধ্যে আব্দুল্লাহ নিজেও উপস্থিত ছিলেন। বন্দুকধারীরা প্রথমে রকেটের গোলাবর্ষণ করে পরে রাইফেল দিয়ে গুলি চালায়।

আব্দুল্লাহ আব্দুল্লাহর মুখপাত্র ফারিদুন কাওয়াজুনের বরাত দিয়ে 

বার্তা সংস্থা রয়টার্স আব্দুল্লাহ আব্দুল্লাহর মুখপাত্র ফারিদুন কাওয়াজুনের বরাতে জানায়, আব্দুল্লাহ আব্দুল্লাহ যেখানে বসেছিলেন তার কাছাকাছি এসে একটি রকেটের গোলা পড়ে এবং প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। এরপর বন্দুকধারীরা গুলি চালায়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিম জানিয়েছেন, হামলায় অন্তত ২৯ জন আহত হয়েছেন। হামলার খবর শুনে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি হামলার কঠোর নিন্দা জানিয়েছেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি