ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আমাদের আদর্শ ও সংস্কৃতি উন্নততর, হিন্দুদের সঙ্গে মিল নেই:  পাক সেনাপ্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২১, ১৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ০৯:০৭, ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির আবারও তার বক্তব্যের জন্য খবরের শিরোনাম হয়েছেন। তার দেয়া বক্তব্যের জেরে ভারতজুড়ে চলছে তীব্র প্রতিক্রিয়া। জানা গেছে, সম্প্রতি বিভিন্ন দেশে কর্মরত পাকিস্তানি রাষ্ট্রদূতদের সম্মেলনে তিনি দাবি করেছেন,  আমাদের আদর্শ ও সংস্কৃতি উন্নততর, হিন্দুদের সঙ্গে কোনো মিল নেই।

একইসঙ্গে জিন্নাহর দ্বিজাতি তত্ত্বকে সামনে টেনে মুনির বলেন, আমাদের রাষ্ট্রদূতদের মনে রাখতে হবে, তারা একটি উন্নততর ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক। আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন, ধর্ম, রীতিনীতি, ঐতিহ্য, চিন্তাভাবনা এবং উচ্চাকাঙ্ক্ষার দিক থেকে আমরা হিন্দুদের থেকে সম্পূর্ণ আলাদা। এটাই দ্বিজাতি তত্ত্বের মূল ভিত্তি।

তিনি আরও বলেন, “আপনাদের উচিত নিজেদের সন্তানদের কাছে পাকিস্তানের গল্প বলা। আমাদের সংস্কৃতি, পরিচয় এবং বিশ্বাসের ভিত্তিতেই ভারত ভাগ হয়েছিল।

বক্তব্যে কাশ্মীর ইস্যু নিয়েও সরব হন পাক সেনাপ্রধান। তিনি বলেন, কাশ্মীর ইসলামাবাদের গলার শিরা। পাকিস্তানিরা কখনও কাশ্মীরকে ভুলে যাবে না।

সঙ্গে বালোচিস্তান এবং জঙ্গিগোষ্ঠী টিটিপি-র বিরুদ্ধেও কড়া অবস্থান জানান তিনি। বলেন, বালোচিস্তান পাকিস্তানের গর্ব। বিদ্রোহীরা ১০ প্রজন্মেও এটিকে আমাদের থেকে ছিনিয়ে নিতে পারবে না।

জঙ্গিগোষ্ঠী টিটিপি সম্পর্কে বলেন, সন্ত্রাসবাদীরা পাকিস্তানের ভাগ্য নির্ধারণ করবে — এমনটা কেউ ভাবেন না তো? ভারতের সেনাবাহিনী ১৩ লক্ষ হলেও আমরা তাদের ভয় করি না। জঙ্গিরা তো আরও ছোট বিষয়।

এদিকে পাকিস্তান সেনাপ্রধানের এমন বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে ভারত। বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, এবং থাকবে। পাকিস্তানের সঙ্গে এর একমাত্র সম্পর্ক— তারা অবৈধভাবে এর একটি অংশ দখল করে রেখেছে এবং সেটি খালি করে দেওয়া উচিত।”

জয়সওয়াল আরও বলেন, বাইরের কিছু কখনও গলার শিরা হতে পারে না। পাকিস্তানের উচিত নিজেদের সীমার মধ্যে থাকা এবং আন্তর্জাতিক আইন মেনে চলা।

সূত্র: আনন্দবাজার

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি