ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

আলমারি খালি করে পোশাক নিলাম করবেন শ্রীলেখা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ৯ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

টালিপাড়ার অনেকেই এখন পুজোর শপিং করতে ব্যস্ত। অনেকেই প্ল্যান করে ফেলেছেন পুজোর কটা দিন কী পোশাক পরবেন। অনলাইন হোক বা শপিংমলে গিয়ে অনেকেই শপিং করছেন। কিন্তু সবার থেকেই বরাবরই আলাদা থাকা অভিনেত্রী শ্রীলেখা মিত্রর প্ল্যানিংটাও  একেবারে আলাদা। শ্রীলেখা বরং আলমারি খালি করে নিলাম করতে চান তার উদ্বৃত্ত পোশাক। তাই তো বৃহস্পতিবার আলমারি থেকে সব পোশাক বের করে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন শ্রীলেখা। আর সঙ্গে লম্বা পোস্ট।

ব্যাপারটা কী?

শ্রীলেখা তার ফেসবুকে লিখলেন, ”অনেক ভেবে দেখলাম। এতো জামা কাপড়ের আমার আর প্রয়োজন নেই। কিছু কিছু নিলাম করব। কেমন হবে? একবার পরা, একবারও না পরা, অনেক ড্রেস, শাড়ি আছে। যে টাকাটা উঠবে (যদি ওঠে) সেটা দিয়ে চার পেয়ে বাচ্চাগুলোর জন্য একটা ফান্ড তৈরি করব। ভাবনাটা ঠিক ভাবলাম কি? জানিও। কিছু পোশাক স্বপ্নের পাঠশালাকে দিচ্ছি।”

বরাবরই পশুপ্রেমিক শ্রীলেখা। যখনই সুযোগ পান নিজের মতো করে পথপশুদের পাশে দাঁড়ান তিনি। পুজোর আগে তার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনরা। নেটিজেনদের কথায়, শ্রীলেখার এই উদ্যোগ সত্যিই অসাধারণ। অভিনেত্রী শ্রীলেখাও এই উদ্যোগে সবাইকে পাশে চাইছেন।

সম্প্রতি নিজের জন্মদিনে পার্টি করায় নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়েছিলেন শ্রীলেখা। বরাবরই ঠোঁটকাটা অভিনেত্রী বলে পরিচিত শ্রীলেখা সেই কটাক্ষের জবাবও দেন নিজের মতো করে। তবে এখন আর এসবে থাকতে চান না তিনি। বরং জীবনে এমন কিছু করতে চান তিনি যা কিনা পজিটিভ ভাইব নিয়ে আসবে। ঠিক যেমন অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনা ও প্রযোজনা। যা কিনা তার অনুরাগীদের কাছে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে।

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি