ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

আলিয়ার জন্য কৃতীর হাতছাড়া হয়েছিলো কোন ছবি? ফাঁস হতেই লজ্জায় করণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ৩১ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

বলিউডে নিজের জায়গা করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। শুরুর দিনগুলির কথা ফাঁস করলেন কৃতী।

কৃতী শ্যানন বলিপাড়ার সুন্দরীদের মধ্যে অন্যতম। পরিবারের কেউ-ই এই পেশার সঙ্গে যুক্ত নয়। ফলে প্রথম সুযোগ পেতে বেশ পরিশ্রম করতে হয় নায়িকাকে। টাইগার শ্রফের সঙ্গে জুটি, প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে প্রেম— এমন বিভিন্ন কারণে শিরোনামে উঠে আসে অভিনেত্রীর নাম। শুরুর দিনগুলি কেমন ছিল? সেই রহস্যই ফাঁস করলেন কৃতী।

করণ জোহরের শো-তে এসে অনেক না বলা কথাই বলে ফেলেন বলিউড তারকারা। তেমনই করণের এই সপ্তাহের অতিথি কৃতী শ্যানন এবং টাইগার শ্রফ। সোফায় বসে পুরনো দিনে ফিরে গেলেন নায়িকা। তিনি করণকে বলেন,“আমি তোমার ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির জন্য অডিশন দিয়েছিলাম। কিন্তু পাশ করিনি। তুমি আলিয়া ভাটকে নিয়েছিলে ছবিতে।”

এ কথা শুনে কিছুটা লজ্জায়ই পড়ে যান পরিচালক করণ জোহর। যদিও এই মুহূর্তে প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম কৃতী শ্যানন। একগুচ্ছ ছবি নায়িকার ঝুলিতে। ২০২২-এ মুক্তি পাবে তার দুটি ছবি ‘ভেড়িয়া’ এবং ‘শাহজাদা’।

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি