ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

আলেপ্পোয় প্রবেশ করার দাবি করেছে সিরিয়ার কয়েকটি বিদ্রোহী গ্রুপ

প্রকাশিত : ১১:৩৫, ৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:৩৫, ৭ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

সরকারী বাহিনীর অবরোধ ভেঙ্গে আলেপ্পোয় প্রবেশ করার দাবি করেছে সিরিয়ার কয়েকটি বিদ্রোহী গ্রুপ। এক টুইট বার্তায়, শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রামোসা দখলের দাবি করেছে আহরার আল শাম নামের একটি বিদ্রোহী গ্র“প। তবে বিষয়টি অস্বীকার করেছে সরকারী বাহিনী। বিদ্রোহীদের শহরের প্রবেশমুখ থেকে হটিয়ে দেয়ার পাল্টা দাবিও করেছে তারা। গেল ১৭ জুলাই বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা শহরটির চারপাশ ঘিরে রাখে সরকারি বাহিনী। এরপর থেকেই শহরে ঢোকার চেষ্টা চালিয়ে আসছে বিদ্রোহীরা। এখন পর্যন্ত দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫শ’ জন নিহত হয়েছে বলে জানিয়েছে, একটি মানবাধিকার সংস্থা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি