ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

আশুলিয়ার তাজরিন ফ্যাশনে আগুনের দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারেনি স্বজনরা

প্রকাশিত : ১৫:৫৬, ২৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৫৬, ২৪ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

আশুলিয়ার তাজরিন ফ্যাশনে আগুনের দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারেনি আহত শ্রমিক ও নিহতদের স্বজনরা। চার বছরেও অনেকে পায়নি ক্ষতিপূরণ। বিজিএমইএ বলছে, প্রকৃত ক্ষতিগ্রস্ত নিরুপণ করতে না পারায় কেউ কেউ ক্ষতিপূরণ পায়নি। এদিকে, তাজরিনের মালিক দেলোয়ার হোসেনসহ দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন শ্রমিকরা। আশুলিয়ার নিশ্চিন্তপুরের ২০১২ সালের এই দিনে ভয়াবহ আগুণে পুড়ে তাজরিন ফ্যাশন। সেই আগুণে নির্মমভাবে প্রাণ হারায় ১১৩ জন শ্রমিক। গুরুতর আহত হয়েছিল প্রায় শ’দুয়েক মানুষ। তাজরিনের আগুনে উপার্জনের একমাত্র মানুষকে হারিয়ে দিশেহারা হয়ে যায় পরিবারগুলো। আর গুরুতর আহতদের বড় অংশ কাজের সক্ষমতা হারালেও আজো ক্ষতিপূরণ ও সহায়তা মিলেনি অনেকের। যদিও নিখোঁজ কিছু শ্রমিকের পরিবার ছাড়া নিহতদের স্বজনরা আর্থিক সহায়তা পাওয়ার কথা বরা হচ্ছে। নিহতদের স্বজনদের ক্ষতিপূরণের আবেদন এবং আহতদের চিকিৎসা ব্যয় যাচাইয়ের কাজ ২০১৫ সালের অক্টোবরে শুরু হয়ে শেষ হয় এ বছরের এপ্রিলে। আহত ১৭৪ জন টাকা পাওয়ার তথ্য জানিয়েছে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান, সিপিডির। বিজিএমইএ বলছে, প্রকৃত ক্ষতিগ্রস্থ নির্ধারণ করতে না পারায় বাকিদের টাকা দিতে দেরী হচ্ছে। এদিকে তাজরিনের মালিক দেলোয়ার হোসেন আদালত থেকে জামিন নিয়ে মুক্ত আছেন। দেলোয়ারসহ জড়িতদের শাস্তির দাবি জানিয়ে আসছে শ্রমিকরা। তাদের বাঁচাতে মালিকদের প্রচেষ্ঠার অভিযোগ অস্বীকার করে বিজিএমই বলছে, বিচার আদালতের হাতে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি