ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

আশুলিয়ায় গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১১, ২ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৪:১২, ২ নভেম্বর ২০১৮

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

Ekushey Television Ltd.

ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ায় বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমের পাশে বেড়ন এলাকার মানিকগঞ্জ পাড়ায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- রিপা আক্তার, তার দেড় বছরের মেয়ে আয়শা আক্তার, আত্মীয় আরব আলী তরফদার, তার স্ত্রী হাসিনা আক্তার এবং তার ছেলে। তাদের সবার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার গোয়ালপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়ার বেরন মানিকগঞ্জ পাড়া এলাকার আব্দুল হামিদের দোতলা ভাড়া বাড়ির নিচতলায় গ্যাসের লাইনে লিকেজ থেকে পুরো বাড়িতে গ্যাস ছড়িয়ে পড়ে। শুক্রবার সকালে বাড়ির লোকজন রান্না করার জন্য আগুন ধরানোর চেষ্টা করতেই পুরো বাড়িতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হন বাড়িতে থাকা একই পরিবারের পাঁচ সদস্য। পরে স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি