ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

আশু‌লিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৬, ৩ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৫:৩৯, ৩ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আশু‌লিয়ায় দুই ট্রাকের মু‌খোমু‌খি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের আশু‌লিয়ার মরাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে আশু‌লিয়া থানার উপপ‌রিদর্শক (এসআই) জয়ন্ত মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। আর আহত দু’জনকে স্থানীয় এক‌টি হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণে আশুলিয়ার কয়েকটি পয়েন্টে তীব্র যানজট দেখা দিয়েছে। সড়কে বাস বিকল হওয়ায় আব্দুল্লাহপুর থেকে বাইপাল, বিরুলিয়া থেকে সিএনবি সড়ক পর্যন্ত বেশ কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে মহাসড়কের এই পয়েন্টে আটকা পড়েছে ঢাকামুখী শত শত যানবাহন।

 

এমআর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি