ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

আশ্রয়ণ প্রকল্পে ঘর প্রতি চাঁদা আদায়ের অভিযোগ(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ২০ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৭:৫০, ২০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

কিশোরগঞ্জের ভৈরবে আশ্রয়ণ প্রকল্পে ঘর প্রতি ১০ হাজার করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। গৃহহীনদের এসব ঘর বিনামূল্যে বরাদ্দ দেয়ার কথা। ভুক্তভোগিরা বলছে, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্য টাকা নিয়েছেন। কিন্তু এক বছরেও ঘর পায়নি অনেকে।

‘জমি আছে ঘর নাই’ এমন পরিবারগুলোর আবাসন নিশ্চিত করতে ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নে হচ্ছে প্রকল্প। এর অধীনে ৩৪৮টি পরিবারের ঘর নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হয় ৩ কোটি ৫৬ লাখ টাকা।

বিনামূল্যে এসব ঘর নির্মাণের কথা থাকলেও প্রত্যেক পরিবারের কাছ থেকে নেয়া হয় টাকা। ভুক্তভোগিদের অভিযোগ শিমুলকান্দির ইউপি চেয়ারম্যান জুবায়ের এবং সদস্য আসিরকে টাকা দিয়েছেন তারা।

ভুক্তভোগিদের অনেকে বলছেন, শুরুর দিকে তালিকা দেয়া হলেও  এখনো ঘর পায়নি।

টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় চেয়ারম্যান ও সদস্য।

অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসন।

এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া দাবি ভুক্তভোগিদের।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি