ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ইটনায় নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ২ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

কিশোরগঞ্জের ইটনা উপজেলার আটশত বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। শনিবার বিকালে উপজেলার বাদলা ইউনিয়নের শিমলা ও থানেশ্বর গ্রামে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামরুল হাসান চৌধুরী, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজর মো. মনির উদ্দিন মজুমদার, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী ও উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদসহ প্রমুখ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি