ইটিভির রংপুর প্রতিনিধি লিয়াকত আলীকে মব তৈরি করে হত্যাচেষ্টা, প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত : ১৩:৪২, ২২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৩:৪৬, ২২ সেপ্টেম্বর ২০২৫

একুশে টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলকে রংপুর নগরীর কাছারী বাজার থেকে মব তৈরি করে অস্ত্রের মুখে তুলে নিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় সাংবাদিকরা।
আজ সোমবার বেলা ১১টার রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে রংপুরে কর্মরত সকল গ্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং এবং অনলাইনে কর্মরত সাংবাদিকসহ রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষ।
এসময় বক্তব্য দেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জমান সালেক, সাধারণ সম্পাদক মাযহার মান্নান, এনসিবি নেতা আলমগীর হোসেন, জাতীয় শ্রমিক পাটির শ্যামল বর্মন সাংবাদিক মাহবুবুর রহমান, রংপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, এবি পার্টির নেতা রুজু হোসেন, সময় টেলিভিশনের নাজমুল হোসেন নিশাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক বাদল রংপুর সিটি কর্পোরেশনের অটোরিক্সা লাইসেন্স দেবার নামে ৫ কোটি টাকা বাণিজ্য করার খবর প্রকাশ করলে বন্ধ হয়ে যায় সেই লাইসেন্স বিতরণ। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তার ওপর হামলা চালানো হয়েছে। এই হামলার বিচার দাবি করেন তারা।
সভায বুধবার রংপুর মেট্টোপলিটান পুলিশের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়।
এএইচ
আরও পড়ুন