ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

ইন্দোনেশিয়ায় ফের ৬.১ মাত্রার ভূমিকম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩২, ২৮ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৪:৪৭, ২৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইন্দোনেশিয়ায় ফের ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশের পশ্চিমাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের ঘটনায় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে স্থানীয় বাসিন্দারা নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।

এর আগে দেশটিতে সাম্প্রতিক সময়ে সুন্দা স্ট্রেইট দ্বীপে সুনামিতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

দেশেটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মুখপাত্র সুতোপো পুরয়ো নুগরোহো জানিয়েছেন, প্রায় ছয় সেকেন্ড ধরে কম্পন অনুভব করেছেন মানোকোয়ারি সেলাতান এলাকার মানুষ।

লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় তারা বাড়ি-ঘর এবং ভবন থেকে পালাতে শুরু করেন। তবে প্রাথমিকভাবে ভূমিকম্প থেকে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি