ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ইবিতে চার সিন্ডিকেট সদস্য নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ২৩ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সিন্ডিকেটে চারজন সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ এর ১৯(১) (ছ) ও ১৯ (২) ধারা অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে চারজন ব্যক্তিকে সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনিত করেছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ এর ১৯(১) (ছ) ধারা অনুযায়ী শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ও খুলনা বিভাগের বিভাগীয় কমিশনারকে মনোনয়ন দিয়েছে। এবং ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ এর ১৯(১) (ঞ) ধারা অনুযায়ী সিরাজগঞ্জের কয়রা দ্বিমুখী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও কুষ্টিয়ার বাঁশগ্রাম কামিল মাদ্রাসার অধ্যক্ষকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি