ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

ইসলামী ব্যাংকের মাধবদী শাখা নতুন ঠিকানায় উদ্বোধন

প্রকাশিত : ১৬:৪৪, ২৩ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধবদী শাখা নতুন ঠিকানা-এম বি টাওয়ার, গার্লস স্কুল রোড, কাশিপুর, মাধবদী সদরে সম্প্রতি উদ্বোধন করা হয়। মাধবদী পৌরসভার মেয়র মো. মোশাররফ হোসেন প্রধান (মানিক) প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা পূর্ব জোনপ্রধান মোহাম্মদ উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও মাধবদী শাখাপ্রধান মো. গোলাম মোস্তফা। গ্রাহক ও সুধীবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী মো. মনিরুজ্জামান প্রমুখ।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি