ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষক পেলেন জাতিসংঘের পুরস্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ২৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইসমাত জেরিন জাতিসংঘের ইন্সপায়ারিং গ্রিন এডুকেটর অ্যাওয়ার্ড-২০১৮ পেয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারন পরিষদের সভার পাশাপাশি নিউইয়র্ক ক্লাইমেট উইকের অধীনে গ্রিন স্কুল সম্মেলনে এই পদকের ঘোষণা দেওয়া হয়েছে।

জানা গেছে, বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের বর্তমান বাস্তবতা এবং পরিবেশ সুরক্ষা বিষয়ে শিক্ষার মাধ্যমে অবদানের জন্য ইসমাত জেরিনকে এই পদক দেওয়া হয়।

সারা বিশ্ব থেকে এবারের ইন্সপায়ারিং গ্রিন এডুকেটর অ্যাওয়ার্ড পেয়েছেন ১২ জন শিক্ষাবিদ। আয়োজক সূত্র জানিয়েছে, বাংলাদেশ থেকে ইসমাত জেরিনই প্রথম এ অ্যাওয়ার্ড পেলেন।

কেআই/ এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি