ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

‘ইয়ামাহা রাইডিং ফেস্ট’ নিয়ে ইয়ামাহা আসছে খুলনা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ২৪ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৬:৫৬, ২৪ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

খুলনার খালিশপুরে আগামী শুক্র-শনিবার অনুষ্ঠিত হচ্ছে এ সি আই মোটরস আয়োজিত ইয়ামাহা রাইডিং ফেস্ট। মুহসিন কলেজ লেনের প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের পুরোটা জুড়েই বাইকার ও বাইক লাভারদের জন্য থাকছে নানা আয়োজন।

দুপুর ২ টা ৩০ মিনিট থেকে অনুষ্ঠানের গেট বাইকারদের জন্য উন্মুক্ত করা হবে। বাইকপ্রেমীদের জন্য নানা আয়োজনের মাঝে থাকবে টেস্ট রাইড, জিমখানা সেফটি রাইডিং এবং আরও নানা আকর্ষণীয় আয়োজন।

এছাড়াও সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশ নেবেন দেশসেরা সেলিব্রিটিরা। এরই মাধ্যমে বাংলাদেশের কোনও বাইক কোম্পানি খুলনায় প্রথম বারের মত বাইকারদের নিয়ে এত বড় কোনও অনুষ্ঠান এর আয়োজন করছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি