ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৪০ জন নিহত

প্রকাশিত : ১০:১৭, ৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:১৭, ৯ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

ইয়েমেনের রাজধানী সানায় একটি শেষকৃত্য অনুষ্ঠানে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচ শতাধিক মানুষ। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার কর্মী ম্যাক গোল্ডরিক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।  শনিবার বিকেলে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন শতশত মানুষ। যাদের অধিকাংশই ইরানের সমর্থনপুষ্ট হুথি বিদ্রোহী। অনুষ্ঠান চলার সময় সেখানে কয়েকদফা বিমান হামলা চালানো হয়। হামলার পর সৌদি নেতৃত্বাধীন জোটকে সহায়তার বিষয়টি আংশিক প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। তবে হামলার দায় অস্বীকার করেছে সৌদি আরব।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি