উত্তরবঙ্গসহ ১৯ জেলায় জ্বালানী তেল সরবরাহ ব্যাহত
প্রকাশিত : ০৯:৩৩, ২০ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ০৯:৩৩, ২০ ফেব্রুয়ারি ২০১৮
 
				
					যমুনার ৪ চ্যানেলে নাব্য সংকটের কারণে অর্ধেকেরও কম তেল নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরে ভিড়ছে তেলবাহী লাইটার জাহাজ। এ অবস্থায় ব্যাহত হচ্ছে উত্তরবঙ্গসহ ১৯ জেলায় জ্বালানী তেল সরবরাহ। ডিপোতে মজুদ তেল দিয়ে মিটছে না চাহিদা। তেল পরিবহনের যুক্ত ট্যাংক লরি শ্রমিক-ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। 
বড় জাহাজ থেকে লাইটার জাহাজে করে আনা তেল খালাস হয় যমুনা তীরবর্তী সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরে। এখানকার ডিপো থেকে উত্তরাঞ্চলসহ ১৯ জেলায় সরবরাহ হয় জ্বালানী তেল। আরিচা-বাঘাবাড়ি নৌপথে পাবনার মোল্লারচর, কৈটলা, নাকালিয়া মোড় এবং বেড়া চ্যানেলে যমুনা নদীর ন্যাব্যতা কমেছে আশংকাজনক হারে। জাহাজকে বন্দরে ভীড়তে হচ্ছে অর্ধেক তেল নিয়ে।
এ অবস্থায় জ্বালানী তেল সরবরাহ ব্যাহত হচ্ছে।
লোকশান গুনতে হচ্ছে বন্দরে আসা জাহাজ মালিক ও ট্যাংক লরি ব্যবসায়ীদের।
বাঘাবাড়ি ডিপোতে দিনে কমপক্ষে ৩৬ লাখ লিটার জ্বালানীর চাহিদা রয়েছে। সরবরাহ কমে যাওয়ায়, মজুদ করা তেল দিয়ে চাহিদা মেটাতে হিমসিম খেতে হচ্ছে তেল কোম্পানীগুলোকে।
জ্বালানী তেলের সংকট যাতে তৈরি না হয় সেজন্য বন্দরমুখী নৌ-চ্যানেলের নাব্যতা বাড়ানোর দাবি জাহাজ মালিক ও লরি ব্যবসায়ীদের ।
আরও পড়ুন
 
				        
				    






























































