ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

উদ্বেগ, উৎকণ্ঠা আর আতঙ্কের মধ্যেও এগিয়ে চলে মুক্তির লড়াই

প্রকাশিত : ০৯:৪৭, ৩১ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৪৭, ৩১ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

১৯৭১ সালের ৩১শে মার্চ। উদ্বেগ উৎকণ্ঠা আর আতঙ্কের মধ্যেও এগিয়ে চলে  মুক্তির লড়াই। রনাঙ্গণে ঝাঁপিয়ে পড়ার আগে বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে মুক্তিকামী মানুষ। যুদ্ধের ভয়াবহতায় চোখেমুখে আতঙ্ক নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রশিক্ষণ ক্যাম্পগুলোতে জড়ো হতে থাকে মুক্তিকামী মানুষ। সংগঠিত পাকিস্তানি বাহিনীর সঙ্গে প্রতিরোধ যুদ্ধে নিজেদের প্রস্তুত করে নিতে কঠোর অনুশীলন শুরু করে নানা বয়সী মানুষ। এদিন ঢাকা সেনানিবাস থেকে পালিয়ে যাওয়া লেফটেনেন্ট আনোয়ার হোসেনের সাহসী পদক্ষেপে নতুন মোড় নেয় প্রতিরোধ যুদ্ধ। তার নেতৃত্বে ছোট সেনা ক্যাম্পে হামলাও চালায় প্রতিরোধ যোদ্ধারা। প্রবীণ সাংবাদিক কামাল লোহানী মনে করেন, মার্চের শেষে দেশজুড়ে সাধারণ মানুষের সাহসী সব পদক্ষেপই সেদিন আরো বেগবান করেছিল মুক্তির লড়াই। বাঙালির এই সাহস, আগামী দিনেও বাংলাদেশকে পথ দেখাবে বলে মনে করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি