ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

উভয় স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে

প্রকাশিত : ২১:০৩, ২০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ২১:০৩, ২০ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। তবে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৬৪টির, আর ৫১টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল প্রায় ১ হাজার ২৯৮ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ২২ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৬০৫ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১৩১টির, আর ২৮টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৬৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি