ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

এই সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার শেষ হবে: আসিফ নজরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৬, ১৪ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার যে গতিতে চলছে আমার দৃঢ় বিশ্বাস অন্তর্বর্তী সরকারের আমলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কাজ শেষ হবে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা স্মৃতি স্তম্ভটি উদ্বোধন করেন। 

ড. আসিফ নজরুল বলেন, দেশের বিভিন্ন জেলায় জুলাই হত্যাকাণ্ডের যেসব মামলা হয়েছে সেগুলোর তদন্তে অগ্রগতি হয়েছে। নারায়ণগঞ্জে দায়ের করা মামলাগুলোর মধ্যে অনেক মামলার চার্জশিট পাঁচ আগস্টের আগে জমা দিতে পারবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার। 

তিনি বলেন, চার্জশিট দেওয়া হলে জুলাই হত্যাকাণ্ডের বিচার ‘দ্রুত বিচার আইনে’ করা যায় কিনা তা বিবেচনা করা হবে।
  
আইন উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে হত্যা, খুন, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে। জুলাই আগস্টের আন্দোলনে আমরা সবাই মিলে যে ভাবে এক পরিবার হয়ে আন্দোলন করেছি, সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। প্রশাসন সহায়তা করবে। 

এসময় নারায়ণগঞ্জে জুলাই শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন আইন উপদেষ্টা। কয়েকজন শহীদ পরিবারের সদস্য আইন উপদেষ্টার কাছে অভিযোগ করেন- তারা মামলা করে হয়রানির শিকার হচ্ছেন। নিজ এলাকায় যেতে পারছেন না। তাদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি