ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

একক মিশনে ১০৪ উপগ্রহ উৎক্ষেপন করেছে ভারত

প্রকাশিত : ১৩:৪৩, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:৪৩, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

একক মিশনে সফল ভাবে ১০৪ উপগ্রহ উৎক্ষেপন করে ইতিহাস গড়ল ভারত অন্ধ্র প্রদেশের শ্রীহারিকতা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। পর্যবেক্ষকরা বলছেন মহাকাশে উপগ্রহ পাঠানো দেশগুলোর মাঝে ভারত এক অনন্য নিদর্শন সৃষ্টি করলো। স্যাটেলাইটগুলো আবহাওয়া, সমুদ্র ও জোয়ার-ভাটা বিষয়ক গবেষণার কাজে ব্যবহার করা হবে বলে জানা গেছে। তবে প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান ও চীনের কার্যক্রম নিরীক্ষণ করতেও ব্যবহার হবে বলে ধারনা অনেকের। এর আগে রেকর্ডটি রাশিয়ার দখলে ছিল। রাশিয়া ২০১৪ সালে ৩৭ উপগ্রহ উৎক্ষেপ করেছিলো।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি