ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

এক পরিবারের ৫ ভাষা সৈনিক- আন্দোলনের ইতিহাসে এ এক বিরল নজীর

প্রকাশিত : ১০:১৯, ২২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:১৯, ২২ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

ভাষা আন্দোলনে ঢাকা ও টাঙ্গাইলে জনগণকে সংগঠিত করা এবং আন্দোলন বেগবানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সোফিয়া খান ও তার চার ভাইবোন। এক পরিবারের ৫ ভাষা সৈনিক- আন্দোলনের ইতিহাসে এ এক বিরল নজীর। তাদের পরিবারের সদস্যসহ এলাকাবাসীর দাবি, মহান এ ভাষা সৈনিকদের যথাযথ মর্যাদা ও স্মৃতি সংরক্ষণের। টাঙ্গাইলের মেয়ে সোফিয়া খান। কলকাতা থেকে গ্র্যাজুয়েশন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি হন। ভাষা আন্দোলনে উত্তাল তখন রাজপথ। তিনিই ভাষা আন্দোলনের প্রথম দশ জনের মিছিল সংগঠিত করেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ছাড়াও তিনি আন্দোলনে সংগঠিত করেন অন্যান্য কলেজের মেয়েদের। আন্দোলন-সংগ্রামে যুক্ত করেন নিজের তিন বোন ও এক ভাইকে। ঢাকায় প্রথম শহীদ মিনার নির্মাণের সময় নিজের গহনা বিক্রি করে দেন সোফিয়া খান। টাঙ্গাইলে ভাষা আন্দোলন সংগঠিত করা ও তা বেগবান করায় সোফিয়া খানের অবদান অসামান্য। এছাড়া একই পরিবারে পাঁচ ভাষাসৈনিকের মধ্যে চার বোন রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও ভাই বুলবুল খান মাহবুবের কাছে এখনও তা অধরা। এদিকে, মাতৃভাষার আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ১১ মাস জেল খেটেছেন টাঙ্গাইলের সন্তান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামছুল হক। জেলার এসব ভাষাসৈনিকদের যথাযথ মর্যাদা ও তাদের স্মৃতি সংরক্ষণের দাবি টাঙ্গাইলবাসীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি