কর্মস্থল থেকে পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার
প্রকাশিত : ১৮:১০, ১০ আগস্ট ২০২৫ | আপডেট: ১৮:২৪, ১০ আগস্ট ২০২৫

কর্মস্থল থেকে পালিয়ে থাকার কারণে বিভাগীয় ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ এমন ৪০জন পুলিশ সদস্যদের ‘পুলিশ পদক’ প্রত্যাহার করে নিয়েছে সরকার।
সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এতথ্য জানা গেছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, সাবেক পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশ ও র্যাবের বিভিন্ন পদমর্যাদার ১০৩ কর্মকর্তার বিপিএম (বাংলাদেশ পুলিশ পদক), পিপিএম (রাষ্ট্রপতি পুলিশ) পদক প্রত্যাহার করে এক প্রজ্ঞাপন জারি করেছিল সরকার।
উল্লেখ্য, সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের প্রতিবছর পুলিশ সপ্তাহের বার্ষিক প্যারেডে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়। সরকার ১৯৭৬ সাল থেকে রাষ্ট্রীয় এ দুটি পদক দিচ্ছে। পাশাপাশি সরকার ১৯৯৯ সাল থেকে পুলিশ সদস্যদের সৃজনশীল উদ্ভাবনীমূলক কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটন, তদন্তসংশ্লিষ্ট কার্যক্রম, অপরাধ নিয়ন্ত্রণ, সততা, কর্তব্যনিষ্ঠা এবং দাপ্তরিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশংসনীয় অবদানের জন্য বিপিএম সেবা ও পিপিএম সেবা পদক দিচ্ছে। পুলিশ সদস্যদের কাছে এসব পদক খুব সম্মানজনক ও মর্যাদার বলে বিবেচিত।
এসএস//
আরও পড়ুন