এনসিপিকে ‘থালা-বাটি’,‘কাপ-পিরিচ’ প্রতীক দিতে চায় ইসি:নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রকাশিত : ২২:২৮, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:২৯, ১ অক্টোবর ২০২৫

শাপলা প্রতীক বাদ দিয়ে ‘থালা-বাটি’, ‘কাপ-পিরিচ’, ‘উটপাখি’ ও ‘আলমারি’ প্রতীক থেকে যেকোনো একটি নেওয়ার জন্য জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সেই চিঠি এরই মধ্যে দলটির কাছে পৌঁছেছে। মঙ্গলবার (৩০ সেপ্টম্বর) এনসিপির নিবন্ধন পাওয়া নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী।
সংবাদ সম্মেলনে নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, ‘ইসির কাছ থেকে নিবন্ধন সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি। সেখানে আমাদের জন্য আলমিরা, উটপাখি, কাপ-পিরিচ, থালাবাটি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে। এগুলো খুবই হাস্যকর। ইসি আমাদের সঙ্গে স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক আচরণ করছে।’
নাসীরুদ্দীন আরও বলেন, ‘আমরা আগেই জানিয়েছি এনসিপির শাপলা প্রতীক পেতে কোনো আইনি বাধা নেই। ইসিরও অন্য কোনো চাপ অনুভব করার কথা নয়। গণঅভ্যুত্থানের পর আমরা স্বাধীন নির্বাচন কমিশনের দাবি তুলেছিলাম। কিন্তু বর্তমান কমিশন একদলীয় অফিসে পরিণত হয়েছে। তাদের কার্যক্রম সংবিধানকে প্রশ্নবিদ্ধ করছে।’
তিনি অভিযোগ করেন, অন্যান্য রাজনৈতিক দলের প্রতীক জাতীয় প্রতীকের উপাদান থেকে নেওয়া হলেও এনসিপির ক্ষেত্রে শুধু আপত্তি তোলা হচ্ছে।
সংবাদ সম্মেলনে শাপলা প্রতীক না পেলে জনগনকে সঙ্গে নিয়ে সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে আমরা সংগ্রাম চালিয়ের যাওয়ার কথাও বলেন এনসিপির এই নেতা।
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।
এমআর//
আরও পড়ুন