ঢাকা, মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫

এনসিপি নেতাকে হত্যাচেষ্টার জট খুলছে, মূলহোতা তনিমা তন্বি গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৯, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৫০, ২৩ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

খুলনায় এনসিপি’র শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহবায়ক মো. মোতালেব শিকদারকে গুলি করে হত্যা প্রচেষ্টার ঘটনার মূলহোতা তনিমা তন্বিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তন্বি এনসিপি’র অপর সহযোগী সংগঠন জাতীয় যুব শক্তির খুলনা জেলা শাখার যুগ্ম-সদস্য সচিব (গল্লামারী) দায়িত্ব পান। 

সোমবার রাতে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে নিয়ে অন্য অপরাধীদের ধরতে ও অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়েছিল কেএমপি। 

এসব তথ্য নিশ্চিত করে কেএমপি গোয়েন্দা শাখার ওসি তৈমুর ইসলাম বলেছেন, মূলরহস্যের জট খুলতে শুরু করেছে। শিগগরিই প্রেসব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

অন্যদিকে, সুস্থ্য হয়ে উঠছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহবায়ক মোতালেব শিকদার। দু/একদিনের মধ্যেই তিনি বাড়ী ফিরতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।।

খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় আল আকসা মজিদ স্বরণীর ১০৯নং রোডের মুক্তা হাউজের নিচ তলার একটি ভাড়া বাসায় এনসিপি’র শ্রমিক সংগঠন জাতীয় নাগরিক শক্তির খুলনা বিভাগীয় আহবায়ক মো. মোতালেব শিকদারকে গুলি করে হত্যা প্রচেষ্টার ঘটনা ঘটে। গত রোববার দিবাগত রাতে তিনি তিনতলা ভবনের ওই বাড়ির নীচ তলার একটি কক্ষে অবস্থান করছিলেন। 

রাতে সেখানে মোতালেব শিকদারের সহযোগীরা ইয়াবা সেবন, মদ পান এবং মেয়ে নিয়ে ফুর্তি করেছিলেন বলে ধারণা পুলিশের। নিজেদের মধ্যে মত বিরোধের জেরধরে সহযোগীরা কেউ একজন তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। 

গুলিবিদ্ধ অবস্থায় সোমবার রিক্সাযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যায় বলে পুলিশের একাধিক সূত্র জানায়। 

গত নভেম্বরে ওই ফ্লাটটি স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া নেয়া তন্বি ও তার কথিত স্বামী মিরাজ বসবাস করতেন। ওই বাসায় নিয়মিত যাতায়াত করতেন মোতালেব। ঘটনার পরপরই বাসাটির ভাড়াটিয়া তনিমা ও তার কথিত স্বামী আত্মগোপনে যান। পরে তনিমাকে আটক করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি