ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

এবারও পাসের হারে এগিয়ে মেয়েরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ১০ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, যা গত বছরের ৮৩.০৪ শতাংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

ছাত্রীদের সাফল্য এবারও ছেলেদের তুলনায় বেশি। মেয়েদের পাসের হার ৭১.০৩ শতাংশ, আর ছেলেদের ৬৫.৮৮ শতাংশ। ফলে পাসের হারে ৩.৭৯ শতাংশ এগিয়ে আছে মেয়েরা। এছাড়া জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও ছাত্রীদের সংখ্যা বেশি—৮,২০০ জন বেশি ছাত্রী সর্বোচ্চ ফল অর্জন করেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করে।

প্রতিবছরের মতো এবার ফল প্রকাশ উপলক্ষে কোনো আনুষ্ঠানিক আয়োজন ছিল না। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।


এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি