ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

এমপি শেখরের মায়ের মৃত্যুতে মালেয়িশয়া আ. লীগের শোক

শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে: 

প্রকাশিত : ২৩:৫৬, ১ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধুর অন্যতম সহচর, পাঁচবারের সংসদ সদস্য, মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযাদ্ধা অ্যাডভোকেট আছাদুজ্জামানের সহধর্মিণী এবং মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শেখরের মাতা মনোয়ারা জামানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন মালেয়িশয়া আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

মঙ্গলবার এক শোক বার্তায় মালেয়িশয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজা এবং বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মকবুল হোসেন মুকুল মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ৭৫ বছর বয়সী মনোয়ারা জামান বার্ধক্যজনিত শারিরীক অসুস্থতায় ২৮ জুন চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসভবনে মারা যান বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি