ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫

এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা,থাকছে না নেগেটিভ মার্কিং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৫, ১৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৬:৩৯, ১৩ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

এমসিকিউ পদ্ধতিতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। কোনো নেগেটিভ মার্কিং থাকবে না বলে জানান বিশ্ববিদ্যালয়টির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া।

তিনি বলেন, নতুন শিক্ষাবর্ষে লিখিত পদ্ধতিতে আর জবির ভর্তি পরীক্ষা হবে না। এমসিকিউ পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং নেগেটিভ মার্কও থাকছে না।

বিভিন্ন ইউনিটের প্রশ্নের মানবন্টন নিয়ে তিনি বলেন, ‘এ’ ইউনিটের শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান, রসায়ন বাধ্যতামূলক এবং জীববিজ্ঞান ও গণিত  ঐচ্ছিক থাকবে, যেকোনো একটা উত্তর করা যাবে। 

‘বি’ ইউনিটের জন্য বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান; ‘সি’ ইউনিটের জন্য ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও হিসাববিজ্ঞান-ম্যানেজমেন্ট এবং অন্য গ্রুপ থেকে যারা এই ইউনিটে পরীক্ষা দেবেন তাদের জন্য সাধারণ জ্ঞান থাকবে। ‘ডি’ ইউনিটের জন্য বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও গাণিতিক বুদ্ধিমত্তা।

প্রতিটি ইউনিটের জন্য মোট ৯৬টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য ০.৭৫ করে বরাদ্দ থাকবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। 

তিনি বলেন, এক শিফটেই এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না। পরীক্ষা হবে ১ ঘন্টা। এ ইউনিট ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ে।

বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ সমূহ

ই-ইউনিট (চারুকলা অনুষদ): ১৩ ডিসেম্বর ২০২৫ (শনিবার); এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ): ২৬ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার); সি-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): ২৭ ডিসেম্বর ২০২৫ (শনিবার);  ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ): ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার); বি-ইউনিট (কলা ও আইন অনুষদ): ২৩ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি