ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস: প্যানেলিস্ট রেদওয়ান রনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৯, ৮ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

এশিয়া মহাদেশের সিনেমা জগতের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস’। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) জমকালো আয়োজনের মধ্যে দিয়ে সিঙ্গাপুরের বিখ্যাত সিজ ম্যাজ হলে আয়োজন অ্যাওয়ার্ডের এই আসরের।

তার আগে সকালে সেখানে সিনেমার পেশাদারদের নিয়ে বিভিন্ন প্যানেল বসেছিল। অর্থাৎ সিনেমার পরিচালক, প্রযোজক, শিল্পী, কলাকুশলী, ওটিটি ইন্ডাস্ট্রির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ড্রামা, ফিকশন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। 

‘এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস’ প্যানেলিস্ট রেদওয়ান রনি

সেই প্যানেলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জনপ্রিয় পরিচালক ও চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি। ড্রামা প্যানেলের প্যানেলিস্ট হিসেবে ছিলেন তিনি।

তার সঙ্গে ছিলেন 'শাটিকাপ' খ্যাত পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম। তিনি ছিলেন ডিরেকশন-ফিকশন প্যানেলের প্যানেলিস্ট।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি